• snhdc.natore@gmail.com
  • 01717-104882, 01309-124239

শহীদ নজমুল হক সরকারি কলেজ, নলডাঙ্গা, নাটোর প্রতিষ্ঠার ইতিহাস

“শহীদ নজমুল হক সরকারি কলেজ”,পূর্বনাম“শহীদ নজমুল হক ডিগ্রী কলেজ” বা “শহীদ নজমুল হক কলেজ” টি মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য আত্ন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠা করা হয় রাজশাহীর কৃতি সন্তান নজমুল হক এর নামে। নজমুল হক ১৯৭০ সালের নির্বাচনে বাঘা-চারঘাট আসনের এম.সি.এ নির্বাচিত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধরত অবস্থায় নিখোজ হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর খুবই আস্থাভাজন ছিলেন এবং শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান এর সাথে নজমুল হক এর খুব ভাল সম্পর্ক ছিল।

শহীদ নজমুল হক সরকারি কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপয়িতা হলেন বীর মুক্তিযোদ্ধা,জাতীয় চার নেতার অন্যতম,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান। তিনি ১৯৭২ সালে রাজশাহী কলেজ এর সাবেক ভিপি জনাব সাইফুল ইসলাম এর ডাকে সারা দিয়ে নলডাঙ্গায় এসে তার অতি প্রিয়ভাজন নজমুল হক এর নামে “শহীদ নজমুল হক কলেজ” এর ভিত্তি স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপয়িতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান

প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুল ইসলাম

কলেজটির প্রতিষ্ঠাতা হলেন রাজশাহী কলেজের সাবেক ভিপি,রাজশাহী জেলা আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নলডাঙ্গার কৃতি সন্তান জনাব সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম তার সহ-যোদ্ধা নিখোজ নজমুল হক এর স্মৃতিকে ধরে রাখতে এ.এইচ.এম কামরুজ্জামান এর অনুপ্রেরণায় নলডাঙ্গা এলাকার বিশিষ্ঠ লোকজনকে সাথে নিয়ে শহীদ নজমুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইফুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন।